
প্রকাশিত: Fri, May 26, 2023 4:35 PM আপডেট: Fri, May 9, 2025 11:36 PM
দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য পাকিস্তান সরকারকে ইমরান খানের অভিনন্দন
ইমরান খান: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান শুক্রবার টুইটারে লিখেছেন, আমার নাম এক্সিট কন্ট্রোল লিস্টে (ইসিএল) রাখার জন্য সরকারকে ধন্যবাদ। আমার বিদেশে চলে যাওয়ার কোনো পরিকল্পনাও নেই। জিওটিভি, ডন
তিনি বলেছেন, তিনি দেশের বাইরে যাবেন না। কারণ বিদেশে তার কোনো সম্পদ নেই। এমনকি দেশের বাইরে তার একটি ব্যাংক অ্যাকাউন্টও নেই।
তিনি আরো বলেছেন, যদি অবকাশ যাপনের সুযোগ পাই, তাহলে সেই স্থানটি হবে আমাদের দেশের দক্ষিণের পাহাড়গুলো। বিশ্বে এটিই আমার সবচেয়ে প্রিয় জায়গা। একদিন আগে ইমরান খান ও তার স্ত্রীসহ ২২৬ পিটিআই নেতার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংখ্যা পাঁচ শতাধিক।
পিটিআই নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, ইমরান খান কোথাও যাবেন না, তাই তার নাম এই তালিকায় রাখা অর্থহীন।
ইমরান দম্পতিসহ পিটিআই নেতাদের এফআইএ’র প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্টে (পিএনআইএল) নাম যুক্ত করে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে যারা ৯ মে’র ঘটনার সঙ্গে যারা জড়িত এবং যারা সরকারি ও বেসরকারি এবং সশস্ত্র বাহিনীর সম্পদ নষ্ট করেছেন, তারা কোনো ক্রমেই দেশ ত্যাগ করতে পারবেন না।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহর বরাত দিয়ে একাধিক পাকিস্তানি গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।
আতাউল্লাহ বলেন, পিটিআই নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন আসাদ উমর, মালেকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল।
তিনি বলেন, ইমরান খান ও বুশরা বিবিসহ এসব নেতাকে নো ফ্লাই তালিকায় এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শাহবাজ শরিফের এ বিশেষ সহকারী আরও বলেন, পিটিআই নেতাদের এই তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে।
সম্প্রতি পিটিআইয়ের একাধিক নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, শিরীন মাজারি, মালেকা বোখারি অন্যতম। বুধবার ফাওয়াদ চৌধুরী দল ছাড়ার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে দলের মহাসচিব আসাদ উমর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে তিনি পিটিআই সদস্য থাকবেন বলে জানিয়েছেন। সম্পাদনা: তারিক আল বান্না, সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
